Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিসের সময়সূচি:  শনিবার-বুধবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ; বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে


Title
Collection-16
Details

বইয়ের নামঃ রাহে বেলায়াত
লেখকের নামঃ ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

বইয়ের বিষয়বস্তু সম্পর্কে বিবরনঃ আপনি কি আল্লাহর অলি(বন্ধু) হতে চান? আপনি কি মনে করেন আল্লাহর বেলায়াত(বন্ধুত্ব) অর্জন খুবই কঠিন? আপনি কি মিথ্যা ফজিলতের চোরাবালিতে ও কুসংস্কারের ডুবোপাহাড়এ আটকে আছেন? তবে আপনার জন্য অন্ধকারের পাহাড় ভেদ করে কুরআন সুন্নাহর আলো নিয়ে এসেছে রাহে বেলায়াত নামে বই টি। বইটির প্রথম অধ্যায়ে,আল্লাহর বেলায়াত (বন্ধুত্ব) এর শাব্দিক পরিভাষা, আত্তশুদ্ধির মা বেলায়াত অর্জন, মাসনুন যিকির কে জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগের পদ্ধতি, জিকিরের মাদ্ধমে আল্লাহর সন্তুষ্টি ও মনের শান্তি অর্জনের পদ্ধতি, দ্বিতীয় অধ্যায়ে নাবী (স) ও সাহাবিগনের মাপকাঠি অনুসারে সুন্নাতের গুরুত্ব ও প্রয়োগ,বিশুদ্ধ ইমান সম্পর্কএ সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহর পথের পথিকদের পাপ শিরক, কুফর, নিফাক,বিদাত, অহংকার, হিংসা, ঘৃনা,গিবত,চোগলখুরি, প্রদর্শনেচ্ছা, ঝগড়া, হতাশা ইত্তাদির কুফল সম্পর্কে আলোচনা, আল্লাহর প্রেম ও রাসুল(স) আর প্রেম করার সাহাবি গনের রীতি, আলেম কে ভালবাসা ও সোহবত অর্জন, তৃতীয় অধ্যায়ে সালাতের পদ্ধতি, সালাত বিষয়ে ঝগড়া দূর,সালাতের গুরুত্ব, সালাতের আগে মধ্যে ও পরে পালনীয় সুন্নাত ও দোয়াসমুহ, চতুর্থ অধ্যায়ে দৈনন্দিন জীবনে দোয়া, নিজেকে বিপদ আপদ,জিন,পরি থেকে মুক্ত রাখার দোয়া,করনীয়ও বর্জনীয়, আল্লাহর দাওয়াত কে মানুেষর মাঝে পৌছে দেওয়ার মাসনুন পদ্ধতি ইত্যাদি ইসলাম এর পরিপূর্ন জীবন ব্যাবস্থা অনুযায়ী চলার এক অভুতপূর্ব সমন্বয় রয়েছে এ বই তে।

Image
Publish Date
26/11/2017
Archieve Date
31/12/2020