ক্র. |
সেবার নাম |
সেবার ধরণ |
সেবার পদ্ধতি |
১ |
পাঠক সেবা |
বই/ সংবাদপত্র/ সাময়িকী পাঠ সেবা |
সেবাগ্রহীতা গ্রন্থাগারে এসে বিনামূল্যে যেকোন বই/সাময়িকী/ সংবাদপত্র/ রেফারেন্স সামগ্রী ইত্যাদি পড়তে পারবেন। |
নিবন্ধিত সদস্যদেরকে বই ধার সেবা |
শুধুমাত্র নিবন্ধিত সদস্য সর্বোচ্চ দুইটি বই পনের (১৫) দিনের জন্য বাসায় নিয়ে যেতে পারবেন। |
||
পুরাতন পত্রিকা ও সাময়িকী পাঠ সেবা |
চাহিদা অনুযায়ী যেকোন পাঠক বিনামূল্যে পুরাতন সংবাদপত্র ও সাময়িকী পাঠের সুযোগ পাবেন। |
||
সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা (CAS) |
গ্রন্থাগারে আগত নতুন গ্রন্থাগার সামগ্রী (বই/ সংবাদপত্র/ সাময়িকী/ রেফারেন্স সামগ্রী/ ম্যাপ/ ভিজিয়্যাল সামগ্রী ই্ত্যাদি) সম্পর্কে অবহিত করণ। |
||
নির্বাচিত তথ্য বিতরণ সেবা (SDI) |
সেবাগ্রহীতার কাঙ্ক্ষিত তথ্য-চাহিদা পূরণ করা। |
||
২ |
রেফারেন্স সেবা |
রেফারেন্স সেবা |
পাঠককে তার চাহিদা মাফিক রেফারেন্স সামগ্রী (অভিধান/ বিশ্বকোষ/ জার্নাল) পড়ার সুযোগ এবং বিভিন্ন রেফারেন্স তথ্য প্রদান করা। |
পরামর্শ সেবা |
সেবা গ্রহীতার চাহিদার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। |
||
উপদেশমূলক সেবা |
সেবা গ্রহীতার চাহিদার আলোকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করা। |
||
৩ |
সম্প্রসারণমূলক সেবা
|
প্রতিযোগিতা আয়োজন |
সারা বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা/ বইপাঠ/ চিত্রাংকন/ আবৃত্তি/ সুন্দর হাতের-লেখা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা হয়। |
গ্রন্থ-প্রদর্শনী/ বইমেলায় অংশগ্রহণ |
বছরের বিভিন্ন সময়ে গ্রন্থ-প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা হয়। |
||
আলোচনা অনুষ্ঠান/ সেমিনার/ Knowledge sharing session/ Motivational speaking / মতবিনিময় সভা ইত্যাদি আয়োজন |
পাঠাভ্যাস বৃদ্ধিকরণ কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা অনুষ্ঠান/ সেমিনার/ Knowledge sharing session/ Motivational speaking/ মতবিনিময় সভা ইত্যাদি আয়োজন করা হয়। |
||
ভ্রাম্যমান লাইব্রেরি সেবা |
‘দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি’ প্রকল্পের অধীনে একটি ভ্রাম্যমান গাড়ি লাইব্রেরির মাধ্যমে জেলার ৪৪ টি স্পটে এই সেবা প্রদান করা হচ্ছে। |
||
৪ |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা
|
ফটোকপি সেবা (বর্তমানে বন্ধ আছে) |
নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে যেকোন সেবাপ্রত্যাশী এই সেবা গ্রহণ করতে পারেন। |
ইন্টারনেট সেবা |
ইন্টারনেট কর্ণারে কেবলমাত্র নিবন্ধিত সদস্যগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। |
||
ওয়াই-ফাই সেবা |
যেকোন সেবাপ্রত্যাশী গ্রন্থাগারে এসে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। |
||
গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান |
নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রন্থাগার সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করা হয়। |
||
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেবা প্রদান |
ফেসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যম ব্যবহার করে গ্রন্থাগার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং গ্রন্থাগার সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। |
||
৫ |
প্রাতিষ্ঠানিক সেবা |
বেসরকারি গ্রন্থাগার জরিপ ও নিবন্ধন প্রদান |
সেবাগ্রহীতার চাহিদার ভিত্তিতে বেসরকারি গ্রন্থাগারকে নিবন্ধন প্রদান করা হয়। |
৬ |
উদ্ভাবনী সেবা
|
জবকর্ণার |
চাকুরী প্রত্যাশীগণ এই কর্ণারে এসে চাকুরির প্রস্তুতি গ্রহণ করতে পারেন। |
সাহিত্য আড্ডা |
স্থানীয় পর্যায়ে কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করে প্রতিমাসে এই আড্ডা অনুষ্ঠিত হয়। |
||
টয়ব্রিকস কার্যক্রম |
অনুর্দ্ধ ১২ বছরের শিশুদের অংশগ্রহণে প্রতি সপ্তাহের ১ম ও ৩য় শনিবার বিকেলে এই আয়োজন করা হয়। |
||
কোডিং ক্লাব |
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি সপ্তাহের বুধবার সকালে কানো কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS