মুজিবর্বষ ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে ০২ জানুয়ারি, ২০২২ পর্যন্ত ৪ দিনব্যাপি "বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা" আয়োজন করা হয়েছে। গত ৩০/১২/২০২১ খ্রি. তারিখ বিকাল ০৩ ঘটিকায় বইমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এমপি মহোদয়। এসময় জেলা প্রশাসক জনাব মো: মোমিনুর রশীদ, পুলিশ সুপার জনাব হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সাইয়্যেদ এ. জেড. মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: মুকতাদিরুল আহমদ, জেলা শিক্ষা অফিসার জনাব মো: রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফেরদৌসী বেগম, জেলা লাইব্রেরিয়ান জনাব সাজ্জাদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহনাজ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্ভোধন শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন। এরপর দর্শণাথীদের অংশগ্রহণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেলার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন যথারীতি সকাল ১০:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত মেলা চলে। জেলা সরকারি গণগ্রন্থাগার, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিশু একাডেমীর তত্ত্বাবধানে প্রতিদিনই দর্শণাথীদের অংশগ্রহণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক উক্ত কুইজ প্রতিযোগিতায় দর্শণার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। এসময় হাজারো মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
গত ০২/০১/২০২২ তারিখ রাত ৯:০০ টায় জেলা প্রশাসক জনাব মো: মোমিনুর রশীদ চারদিন-ব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সমাপনী ঘোষণা করেন। এসময় সকল অংশগ্রহণকারী স্টলকে সৌজন্য স্মারক প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৫০ জনকে গিফ্ট ভাউচার প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS