Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিসের সময়সূচি:  শনিবার-বুধবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ; বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে


শিরোনাম
বিশ্বনবী
বিস্তারিত

বাংলা সাহিত্যের শক্তিমান কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’  একটি পরিপূর্ণ সিরাতগ্রন্থ। বইটিতে আছে পারিবারিক জীবন, বংশ পরিচয়, নামকরণ, হিজরত, মদিনা রাষ্ট্র গঠন, যুদ্ধ, সন্ধি, বিজয়াভিযান, বিদায় হজের অমিয়বাণী প্রভৃতি। জীবনী গ্রন্থটি দু’ভাগে বিভক্ত। প্রথম ভাগে আছে আটান্নটি পরিচ্ছদ। দ্বিতীয় ভাগে আছে ১৪টি পরিচ্ছদ। গ্রন্থটিতে রয়েছে টিকা-টিপ্পনির সমাহার যা গ্রন্থটিকে যথেষ্ট সমৃদ্ধ ও গ্রহণযোগ্য করেছে। গ্রন্থটিতে মোট পৃষ্ঠা সংখ্যা ৪৭২টি। বিশাল এই গ্রন্থটিতে অনেক মনীষীর মন্তব্য উদ্ধৃতি করা হয়েছে গ্রন্থটিতে হযরত মুহাম্মদ (স) এর বংশ তালিকায় হযরত আদম (আ) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (স) পর্যন্ত ৯০টি নাম এসেছে। যা গ্রন্থটিকে করেছে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল। 

ছবি
প্রকাশের তারিখ
26/11/2017
আর্কাইভ তারিখ
31/12/2020