Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিসের সময়সূচি:  শনিবার-বুধবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ; বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে


শিরোনাম
জাতীয় কবির ১২২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার নোটিশ
বিস্তারিত

            জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুর কর্তৃক নিম্নোক্ত বিষয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহবান জানানো যাচ্ছে।   

ক) রচনা প্রতিযোগিতা:

ক্র.নং.

   গ্রুপ  

রচনা প্রতিযোগিতার বিষয়

সর্বোচ্চ শব্দসীমা

জমা দেয়ার শেষ তারিখ

১.

সবার জন্য উন্মুক্ত

সাম্যের কবি নজরুল

১৫০০

৩১/০৫/২০২১

 

  • রচনা A4 আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।
  • ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি বা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রতিযোগীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ রচনা জমা দিতে হবে।
  • রচনায় অবশ্যই জমাদানকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
  • রচনার শেষে তথ্যসূত্র বা যেসকল বইয়ের সাহায্য নেয়া হয়েছে তার উল্লেখ করতে হবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/05/2021
আর্কাইভ তারিখ
08/06/2021