র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুর এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসাবে সকালে এক বর্ণাঢ্য র্যালী কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়। র্যালীতে সায়েদ এ. জেড, মোরসেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিশেষ অতিথি মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। র্যালী শেষে গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিস্তারিতঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস