মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত "দেশের লাইব্রেরিসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন" প্রকল্পের বই ও অন্যান্য মালামাল বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও শেরপুর ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আতিউর রহমান আতিক। জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে শেরপুরের মান্যবর জেলা প্রশাসক জনাব মো: মোমিনুর রশীদ, হুইপ মহোদয়ের কন্যা ডা: শারমিন রহমান অমি সহ বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সরকারি গণগ্রন্থাগার, জেলা কারাগার ও শেরপুর জেলার ১৭ টি বেসরকারি গ্রন্থাগারের মাঝে উক্ত মালামালগুলো বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস